স্বপ্ন গুলো নিত্যদিন ভাঙে আর গড়ে,
আমার কষ্টগুলো আকাশে সাদা মেঘে উড়ে।
চাওয়া গুলো শিশির কণায় চিক চিক করে,
সোনালি আলোয় রোদ্র ভরে পুড়ে মরে।
আমার কষ্ট গুলো মেঘে মিশে বৃষ্টি হয়ে ঝরে,
চোঁখের নুনাজল তাই কোনো শব্দ না করে।
ভুলে গেছি সেই কবে চোঁখ লাল করে কাঁদতে
তার সুখে খোঁপায় ফুল জঁড়াতে ঠোঁট রাঙাতে।
তোমার শহরে রোজ বসন্ত হিমেল হাওয়া,
তোমায় ঘিরে চাওয়া গুলো হারিয়ে যাওয়া।
আজ আমার ভালবাসা অন্যের ফ্রেমে বন্দি,
ভাল থাকতে তাই আমার অন্যের সাথে সন্ধি।
তুমি কাঁদবে কি সেদিন এই গুম ঘুর শীতে??
পাবে কি কাউকে তোমায় বেশি ভালবাসতে?
নাকি স্বপ্ন ঘুরে ক্ষয়ে যাবে সবি আস্তে আস্তে,
একি আকাশের নিচে রব দুজন দু প্রান্তে!
সেদিন খুব করে আমায় হৃদয়ের নীড়ে খুঁজবে,
কি ছিলাম আমি তোমার শূণ্যতায় বুঝবে??