জগতে খাট বলে,
           তারে খাট করে দেখলে।
বহু ক্রোশ বহু কিছু জেনে,
          তার মর্মাথ নাহি বুঝলে।
ক্ষুদ্র মিলে জগতে গড়েছে,
          মহাসাগর মহাকাল।
তবু নাহি দেখা হয়,
         তার গুনে বহমান দেশ কাল।
ক্ষুদ্র বলে ঘাস ফুল,
          নাহি অবহেলায় রহে।
মনোরঞ্জনে সৌন্দযের অবগাহনে,
     সর্বত্রই জড়াজড়ি করে রহে।
স্বর্ণ লতায় ভরে,
           ছোট ছোট একটি কণায়।
কাটা ভরা তমালের পুষ্প ছোয়ায়,
একটি বিন্দুর শিশির ধোয়ায়।