অপেক্ষার প্রহর বেশ রিক্ত ব্যথায় সিক্ত,
কখনো ভাবি নি তোমার জন্য কাঁদব।
যখনি মনে পড়েছে তখনি কথা বলেছি,
আর লুকিয়ে কেঁদেছি কি করে হাসব?
মনে হত বৃথা বেঁচে আছি ব্যথ আমি,
এ কেমন তুমি কখনো বলতে শুনি নি।
ভালবাস আমায় বা ফিরে আসবে তুমি,
সেদিন তুমি কোনো কথা দাও নি।
তাই দিয়েছি ছেড়ে তোমার সাথে কথা বলা,
ফিরবে কিনা জানি না তবু আশায় দিন গুনি।
চলার পথে হতো খানিক মোহ ছিলাম,
যা সময়ের স্রোতে ভেসে গেছে বুঝি নি।
আমাকে যে বাঁচতে হবে এই পথ চলায়,
তোমার জন্য নয় তো অন্য কারো জন্য।
যার মনের ব্যলকুনিতে ত্রিশ উর্ধ্ব বসন্তে,
দক্ষিণ বাতায়নে স্বপ্ন বুনা আমার জন্য।
তখন আমার ছাব্বিশ বসন্ত পেরিয়ে যাবে,
ভাবনার কিছু নেই সে ভালবাসা নিয়ে।
ঘন ভোরে বিধাতার প্রাথর্নায় ডাকবে উঠ,
তোমায় নিমন্ত্রণ জানাব সে বসন্তে গিয়ে।