স্বপ্ন ভাঙ্গার বর্ষনে নিত্য অভ্যস্ত
আমার এ পুড়া সাদা মন।।
চোখ দুটো বেধেছি নীল ফ্রেমে,
অস্তিতের সংকটে টিকে থাকার এই ক্ষণে।
হয়তো বহু দেরী হল
তোমার দেখা আমার সনে,
কত চড়াইউতরাই পেরিয়ে
হৃদয়ের সনে সন্ধি করে।
আজ আমি বহুদুর,
তুমি এসেছ এই অবেলায় ----
জানি হাজার সপ্ন ঘিরে,
নিঘুম রাতের তারা ভরে,
উদাসী মন ভাসে
তমালের একগুচ্ছ চন্দ্রমল্লিকা হাতে,
পড়েছি তোমার ঐ মনের ভাষা।
মরিচীকার মড়ছে পড়েছে এ হিয়া,
সবি যেন দুরাশার বর্ষন,
অযন্তে অনেক দিন হয়না,
কার জন্যে লালিত বাসনা।
নিস্তব্ধ এ পথের যাত্রায় আমি,
যে এক পথের যাত্রি।
শূণ্য শুষ্কতার প্রাচীরে, মরে
গেছে শ্যামল অনুভতি,
বিত্ত আর বিত্তের দ্ধন্দে বেষ্টিত,
এই জীবনের গতি।
চোখের নিচে কালো কালি,
মাড়িয়েছে চাপা দুঃসপ্নের বারি।
তাই তো এই ফ্রেমে বেধেছি,
অভিলাষি বাড়ি।