গাছের পাতায় রুক্ষ শুষ্ক ব্যাথায়,
তোমার চড়াচড়ি।
আঁখির পাথার বহে,
শীত বসন্তে স্বপ্ন গড়ি।
বলব না বাসনা ভঙ্গে নিদ্রাহীন,
মুখর কোলাহলের দিনান্তে।
মৃত প্রায় সন্যাসীর বেশে,
রেখেছ আশা শ্যামলের অন্তে।
কত দৃঢ় তোমার হিয়া,
জানও ক্ষনিকের উল্লাসে।
প্রনয়ের অবুঝ প্রয়াসে,
তরু প্রাণ নাশে।
এতে কি আছে খ্যাতি?
যে জীবন হারে আর কাড়ে।
ধীরে সবি রঙ বদলায়,
হারালেই মায়া বাড়ে।
আধুনিকতার এই যুগে,
তুমি কী দেখেছ?
ভোরের আলোয় রাঙ্গা,
স্বর্ণলতিকায় জড়ানো
ভালবাসা পেয়েছ।