গোধুলি বেলায় ভাবনার এই কণে,
স্তব্দ চারপাশ যদি কারও কথা মনে পড়ে।
মনে করও আমার কথা,
নীড়ে ফিরা পাখির ভিড়ে।
দেখে নিব তোমায় একপলক,
মনে মনে কথা বল স্মৃতিসনে।
চোখের হাহাকারে জল রেখ,
আমায় চিন দুর দিগন্তের পানে।
দীর্ঘশ্বাসে আখির নীড়মুচে নিও,
পবনের হাওয়ায়,পকেট থেকে
রুমালটা একবার দেখে নিও।
অনেকটা সময় চলে গেছে,
দুজনার অজান্তে ভাবা হয়নি।
কতকিছু আজ স্বাভাবিক মনে হয়,
তাই হেটে চল,ভেব পথ খুঁজা হয়নি।