এই বর্ষণ মুখরিত রাতে,
চাঁদহীনা শ্রাবনে।
ঝরঝর বৃষ্টি নামে,
এই প্রবনে।
হিমেল হাওয়ায় য়ায় উড়ে,
এলোমমেলা চুল গুলো।
মনের সাথে বৃষ্টি ছুয়,
গাছ গুলো।
নির্জুম রাত্রের এ প্রহরে,
দু হাত ভিজিয়েছি জলে।
স্পর্শের শীতলতায় কাঁপে,
যদি হঠ্যাৎ তোমায় ছুঁলে।
এই শিহরিত বাতায়নে,
তোমারই বাহুতে জরিয়ে।
কপলেতে উষ্ণ ঠোঁটের স্পর্শে,
দিলে বাড়িয়ে।
হৃদয়ের অব্যক্ত বৃষ্টি বিলাস,
মহীর মোহয়ায় সুবাসিত।
মায়া মাখা চঞ্চল  আঁখির,
দৃঢ়বন্ধনে করলে অভিলাষিত।