পাজরের ভেতরের লাল দিয়ে,
আর না হয়,তোমায় ভাব।
একোন সুখে উড়িয়ে দিলাম
স্বপ্ন ভোরে রাঙ্গা প্রভাত।
কিসের এত অভিনয়ের চল,
তুর হিয়ার মাঝে অন্য ঘর।
এই শুধু ভেবেছি তুর,
বার বার কাছে এসে ভুল করেছি। 
ঝরেও ঝরে না মনেরও শ্রাবন,
অলখের পাথারের নুনা জল,
তাই রাখিনি পিছন পেলে। 
যারে হৃদয় দিয়ে বাধা য়ায় না,
তারে কি রাখা য়ায়?
প্রাচ্চ্যের বৃত্ত ঘিরে মোহের মায়ার ভিড়ে।
করুনার দহনে পুড়াতে নাহি চাই,
আমার ভালবাসার অঞ্জলি। 
তমালের কলি আমি শুধু,
কুড়িয়েছি আধারে আলো।
ঐ মুখের হাসিতে,
চাপা শোক হারিয়ে দিয়েছি।
কুড়িয়েছি এক স্বপ্নিল
মায়া মাখা হাসির জ্যোতি।