হাজার বার পড়তে ইচ্ছে হয়,
এমন কবিতা খানি লিখলে তুমি।
অবাক নয়নে চেয়ে শুধু আছি,
কাঁটা ভরা পথে দুর্গম হতে ভুমি।
হৃদয়ের অব্যক্ত কথা গুলি
নিলে কলমের পাজরে তুলি।
দৃঢ় চিত্তে লিখলে বর্ণ কাহনে,
ব্যঞ্জনায় দুঃখ সুখ সবি মিলি।
কত শতক পরে যুগ চাড়িয়ে,
শিহরিত মনে করে দুরুদুরু,
এ কোন ঝঁড়ের উত্তালে সব,
এক হয়ে প্লাবন হয়েছে শুরু।
কবি তোমার অমর কবিতা খানি
কী শোনাল ও মূর্ত বাণী।
দিয়েছ সমুদ্রের ওপার থেকে,
মুক্তুর সুখ  আনি।
ভালবাসার জগত জুড়িয়া,
চড়িয়েছ কত ধনও রতন।
আগলে রেখেছ,আপনারে,
কতকথার যতনে চন্দপতন।