আমি প্রেমে পড়ি কবিতার রোজ বসন্তে,
সকাল সন্ধ্যায় বইয়ে প্রেমের উত্তাপ।
তুমি ভাব আর নাই ভাব এ প্রেম অনন্ত,
ছাড়িয়ে দূর চড়াই-উতরাই সকল ছাপ।
কখনো আমার প্রেমে লিখেছ কি কবিতা?
নির্ঘুম রাত্রের প্রহরে লাল চোখের জলে।
কোনো এককালে ভাল লাগার অনুভূতি গুলো,
খসে পড়েছে নাকি ব্যস্ত নগরের পাথরের দেয়ালে।
ভাল আছ ভাল থাকবে এই ভেবে রোজ,
করনি আমার মনের খুঁজ তাই প্রেম হল ত্রিভুজ।
চেনা এই শহরে হতো চলেছি কত অচেনা হয়ে,
পাশাপাশি তবু ভাব নি পড়েছে হৃদয়ে ভাঁজ।
আমি রোজ নিত্য নতুন প্রেমে পড়ি তার,
প্রেমের তুলিতে অলংকারে পড়ি ভালবাসার হাড়।
যেখানে পুড়ে হয় সব মনের চারকার দিগন্ত,
সেথায় গড়বে আবার একটা নতুন প্রেমের দ্বার।
কেবলি ভালবাসার উষ্ণ স্পর্শে তরংঙ্গ দুয়ারে,
উঠে জেগে থাকা স্বপ্নেরা জগৎ ধর্ম জুড়িয়ে।
আমি শুধু তারে মুগ্ধ নয়নে চেয়ে দেখেছি বারবার,
একি কবিতার অদ্ভুত প্রেমের রাজ্য আমাদের নিয়ে।