তপ্ত রোদে রোজ বিকেলে অপেক্ষায় থাকি,
এই বুঝি হবে অবসান রুক্ষপ্রকৃতির।
এমন শীতে উষ্ণতা ঘিরে দুহাত বাড়িয়ে,
মুক্ত প্রাঙ্গনে গগনের নীল সীমানায় তার।
বহু দূর পাড়ি দিয়ে দেখা হবে দুজনে,
সেদিনের সেই তুমি দহনের দাহ্যে পুড়ে।
কতখানি ভেবেছ এই অগোছালো আমাকে,
সব পাতা ঝরে পত্র পল্লব ফুলে গেছে ভরে।
আমার আশার ডালি শুকিয়ে গেছে সেই কবে!
দেখো আজ বসন্তে কি হাওয়া বইছে,
বাতাবি নেবু, রজনীগন্ধার সুবাসে ভরে গেছে।
আমি সে নিমন্ত্রণ প্রকৃতির মাঝেই পেয়েছি,
আর যাই হোক কেউ ত একজন আমায় ভাবছে।
ভালবেসে পুড়ে গেছে হৃদয় অনুভবে বুঝতে
কেটে গেছে অনেকটা সময় তা তোমার অজান্তে।
কচি পাতায় সোনা রোদের ঝলকানি দুলে যায়,
অজানা সেই মনের গহীনে হাজার বসন্তে।