সেদিন পড়বে মনে খুব করে,
থাকব যেদিন দূরে দূরে।
ব্যস্ত আছ তুমি নিত্যদিনে,
অবহেলায় যখন অমন করে।
বুঝবে তুমি সেদিন হঠ্যাৎ করে,
এ মুখ খানি মলিন হলে।
খোঁপার ফুল শুকিয়ে গেলে,
ভালবাসা বদলে গেলে।
হন্নে হয়ে খুঁজবে তুমি,
ভালবাসার কি দাম বুঝবে?
পুরোনো সেই দিনগুলি,
ফিরে পেতে আবার চাইবে।
বুঝবে সেদিন ভুল গুলো সব,
জড়সড় আধার আলোয় ঘেরা।
আমার এমন বদলে যাওয়া,
তোমার বেখিয়ালিতে ছিল ভরা।
রোদ্র ভোরে শিশির প্রভাতে,
ভালবেসে আমায় তুমি খুঁজবে।
স্বপ্নগুলো আমায় ঘিরে থাকবে,
তুমি সেদিন আপন ঘরে ফিরবে।
০৬/১০/১৯