ধীরে তার আগমনে ধন্য,
ছোট খোকা বড় হয়ে গেল।
মানুষ মানুষের জন্য এই কথা,
বুঝে ওঠার সমেয়র আগেই বুঝল।
দুরন্তপনা আর চঞ্চলতা ভরে,
পাঠশালায় কেটেছে তার বেলা।
অধিকার আদায়ের লড়াইয়ে,
সে কখনো করে নি হেলা।
তার বজ্র কন্ঠের ভেসেছিল উত্তাল,
সেই কেটে খাওয়া মানুষের হৃদয়।
আগুনের স্পৃহায় ভরিয়ে দিল,
বাঁচার মত একটা কুড়েঁঘর স্বপ্নময়।
শত মায়ের বুকের মানিক শুধু,
ভালবেসে দিয়ে ছিল প্রাণ।
বজ্র কন্ঠে সে বলেছিল এ সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম দিব প্রাণ।