কপলে টিব নাই বা দিলাম,চোঁখের কাজলে চলচল আঁখিতে তোমার হাতের শিউলি ফুল গুলির গন্ধ নিচ্ছি।
অবাক হবার এত কি আছে বল?
হাতের বালা না হয় শিউলি ফুল আর গোলাপ হল।
লাল শাড়ি নয়, লাল গ্রাউন যদি তোমার জন্য পরি
তবে কোনো জোছনা রাতে খোলা চুলে।
শাড়ি পরার কথা ভাবতে পারি তোমার কথায়,
পুষ্পের গন্ধে মাতাল করা হাওয়ায়।
এক সাথে বসে কিছু গল্প কপির কাপে চুমুক পড়তে,
বারবার একদৃষ্টিতে আনমনে তাকাও।
রজনীগন্ধার গন্ধ ভরা এই সন্ধ্যায় হাতে হাত,
আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর পেরিয়ে কিছু বলবে ।
ছোট ছোট তারা গুনে গুনে  তুমি হাসও,
চুল গুলো বাতাসে উড়ে, বলি আমায় ভালবাসো।
দেখ তোমার চোঁখ গুলো কত লাল হয়ে আছে,
মাথায় একটু হাত বুলিয়ে দেই আসো কাছে।
ভাল লাগুক আর নাই লাগুক আমায় তোমার,
বন্ধু হবে মন খোলা যত কথা আছে তোমার।
এই যে বললাম সব শুনব, দুঃখ, হাসি ভাগ করে নিব,
আমি শুধু তোমার বুকে মাথা রাখার জায়গা নেব।
যেন রাত্র দিন দুপুরে তোমায় জ্বালাতন করতে পারি,
এত ভেব না,একদিন নিজেই রাখবে আপন করি।