ব্যাস্ত তোমার শহর,
কোলাহলে মুখর অন্তরালে
ভাবনায় কাটে আমার প্রহর।
সত্যি সে যে রঙ ছড়াল,
মনের গহীন অতলে চুপিসারে।
কখন না জানি সে কথা বলে,
কল্পলোকের অজানা ভীড়ে।
তোমার ব্যাস্ত দিন অমলিন,
নিরব রাত্রি কাঁচের জানালা।
আমার স্বপ্ন বুনা প্রহর,
নিত্যদিন তোমার মন ভোলা।
আমার এত বায়না তুমি,
থাক ও পাশে একটা বিকেল।
গৌধুলি বেলা হাটব তোমার
হাতে হাত রেখে হব অতল।