তোমার লোলুপ দৃষ্টির অন্তরালে অন্ধ লোকের ভেলা।
সদা তৎপর থাকে তোমায় খুবলে খেতে হায়েনারা।
তবু তোমার প্রাণ সঞ্চার হয় না! আবরণে থাকো না!!
তোমার অলক্ষে কত তীর ছোরা হয় নগ্ন দেহের ঐশ্বর্যে,
তুমি তা লুকোনোর চেষ্টা করো না। এটা তোমার ব্যর্থতা।
উলঙ্গপনায় মেতে ওঠা তোমার চিরায়ত অভ্যাস।
তোমার মতো কুৎসিতা এ জগতে আর হয় না। মহুয়া!
হাজারো পোকার দল তোমার মধু আহরণে ব্যস্ত।
তাদের ব্যগ্রতায় তোমার শান্তি। কভু বাধা দাও না!
তোমার লক্ষ্য ছিল হেরার আলোয় আন্দোলিত হওয়া!
তবু তুমি অন্ধকারের পথে সুখের ভেলা ভাসাও।
তিমিরেই তোমার সন্তোষ! আলোতে চোখে ছানি পড়ে।
ব্যর্থ। আমি ব্যর্থ প্রেমিক। সব জেনেও না জানার ভানে
—তোমাকে ফেরাতে পারি নি। আমি ভবঘুরে। অনর্থক!