চোখ থাকিতে অন্ধ মোরা
মুখ থাকিতে বোবা।
সমাজ টাকে  আজ মনে হয়
নোংরা পঁচা ডোবা।


অন্যায় অপরাধ দেখেও মোরা
চোখটি বুজে রই।
এই সমাজের সকল অপরাধ  
মুখটি  বুজে সই।


বলতে গেলে সত্য কথা
বিপদ আপদ আসে।
সত্য  ন্যায়ের কথা বললে
কেউ  থাকেনা পাশে।


মুখটি বুজে সইবো কত আর
এই সমাজের অন্যায়।
চোখের পাতা যায় ভিজে যায়
এইসব দেখে কান্নায়।


অন্ধ বোবা কালার দেশ
এই মোদের স্বাধীনতা শেষ।