যেদিন পরান পাখি উড়াল দিবে,
সাধের  দেহ মাটি হবে।


কিট পতঙ্গ ছিড়ে খাবে ঐ না,
সাধের দেহ।
চিরদিন কেউ এই ভুবনে,
থাকবেনা তো কেহ।


পিন্জর ভেঙে সাধের ময়না,
যাবে উড়ে অচিন দেশে।
শুন্য খাঁচা পড়ে রবে
যাবে একদিন মাটিতে মিশে।


রং তামাসার এই ভুবনে,
থাকবেনা কেউ চিরদিন।
যাবে চলে ঐ না দেশে,
দেশটা যে বড় অচিন।


মাটির দেহ মাটির ঘর,
মাটির হবে বিছানা।
মাটি হবে চতূর দিকে,
আর তো কিছুই রবে না।