একুশে ফেব্রুয়ারী হলো বাংলা
ভাষায় কথা বলার নাম।
একুশে ফেব্রুয়ারী মানে বাংলা
ভাষার জন্য রক্ত অবদান।


একুশে ফেব্রুয়ারী মানে দীপ্ত কন্ঠে
মাতৃভাষার জয় গান।
একুশে ফেব্রুয়ারী হলো রক্ত দিয়ে
অর্জিত এই সম্মান।


একুশে ফেব্রুয়ারী মানে মায়ের ভাষা
বাংলাতে কথা বলা।
একুশে ফেব্রুয়ারী হলো মায়ের জন্য
সংগ্রামের পথে চলা।


একুশে ফেব্রুয়ারী মানে কোটি প্রানের
বাংলা ভাষার বুলি।
একুশে ফেব্রুয়ারীতে মুক্ত চরনে
শহীদ মিনারে চলি।


একুশে ফেব্রুয়ারী মানে শহীদ জব্বার
রফিক ভায়ের রক্তের অবদান।
একুশে ফেব্রুয়ারী হলো রক্ত দিয়ে
ছিনিয়ে আনা সম্মান।


                         উৎস্বর্গ সকল ভাষা শহীদেরর জন্য।