আজ আমার বিরাহর ফুলশয্যা,
হৃদয়ের শুন্য খাঁচা
পড়ে আছে শুধু।
হৃদয় আমার বিরহে আগুনে,
হচ্ছে পুড়ে ছারখার
শুধু মরুধুধু।
আমার প্রিয়া আজ বহু দুরে,
করছে সুখের ফুলশয্য
অন্যো কারো সাথে।
আমি আছি বিরাহের ফুলশয্য,
কত দুঃখের মাঝে
এই নিঝুম রাতে।
ঘুম আসেনা এই দু চোখের পাতায়,
তোমার কথা ভেবে
ওগো নিষ্ঠুর প্রিয়া।
তোমাকে ছাড়া আজ বিরাহ নিশিতে
হারিয়েছি আমার এই
শুন্য পোড়া হিয়া।
প্রিয়া তোমার বিরহে কেঁদে কেঁদে,
আমার দু, চোখের
জল হলো শেষ।
তুমি কত সুখে আছো প্রিয়া,
এই ফুলশয্যার রাতে
কত সুখে বেশ।


১৯-১২-২০১৪ এই দিন আমার প্রিয়ার বিয়ে হয়।
আর সেই রাতে লেখা কবিতা।