অভিমানী মন কখোন কি ভাবে
বোঝা যায়না কভু।
অভিমানী মন খুব চন্চলা হয়
বুঝিনা আমি তবু।


মন চায় কখোনা ভালবাসতে
শুধু প্রিয়া তোমায়।
মন আবার কখনো বলে ভুলে
যেতে প্রিয়া আমায়।


মনটা আবার কখনো ঘুরে বেড়াই
উদাস গহিন বনে।
অভিমানি মন আমার কখনো কাঁদে
একলা ঘরের কোনে।


অভিমানি মন আমার বড়ই বিচিত্র
কখন কিযে হয়।
মন আমার বড় অভিমানী
তারে নিয়ে শুধু ভয়।