এক দুই তিন এমনি ভাবে কেটে গেলো আমার
জীবনে একুশ বসন্ত।
জীবনের প্রথম বসন্ত কাঁন্নার মধ্য কেটে গেলো
মায়ের কোলে শান্ত।
দুটি বসন্ত কাটলো মোর একটু আধতু  কথা বলে
হাটতে গিয়ে পড়ে।
চতুর্থ বসন্ত কাটলো আমার হাটতে হাটতে আবার
কখনো কাটলো দৌড়ে।
৫ম বসন্ত কেটেছিলো স্বরে অ স্বরে আ পড়ে যাই
একটু একটু ভুল।
৬ষ্ট বসন্ত কেটেছিল প্রাইমারীর শিশু শ্রেনীতে যাই
যাই আমি প্রথম স্কুল।
সপ্তম অষ্টম নবম দশম  প্রাথমিক শিক্ষার কালে
হলো সময় পার।
একাদশ বসন্ত প্রাথমিক শিক্ষা শেষ করে গেলাম
প্রথম মাধ্যমিক স্তর।
বারো তের এমনি ভাবে কেটে গেলো সতের টি
বমন্ত কাল।
আঠার বসন্তর সময় আমার জীবন হলো একটু
রঙিন লাল।
উনিস বিশ এমনি ভাবে কাটলো আমার একুশটি
বসন্ত কাল।
একুশ বসন্তে এসে আমার মনটি হলো প্রথম
রঙিন প্রেমে লাল।