প্রেম জীবনের একটি অদৃশ্য শান্তির পরশ,
প্রেমের দ্বারা সমগ্র জাহান জয় করা যায়।
প্রেম আছে বলে আজ এই পৃীথিবী শান্তি ময়।
ভালবাসা দিয়ে সবাইকে শাসন করা যায়,
হিংসা দিয়ে হয় শুধু হানা হানি শান্তি নয়।
প্রেমের পরশে পৃীথিবী হয় আজ হয় রঙিন,
শান্তির ছায়া ঘেরা সপ্নপুরী।
প্রেম মানে শুধু দুটি ছেলে মেয়ের ভালবাসা নয়।
প্রেম হলো জীবকে ভালবাসা,
সকল শ্রেনীর মানুষকে ভালবাসার অর্থ প্রেম।
যেখানে প্রেম নেই তা হয় নরকপুরী,
প্রেমময় পৃথীবি হয় স্বর্গপুরী।