আমাদের বাঙিলীর সংস্কৃতি আজ ধুলোয় লুটিয়ে,
পশ্চিমা সংস্কৃতির ভিড়ে।
পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের শিরায় শিরায়,
বইছে  ধমনী জুড়ে।
র্থাটি ফাষ্ট নাইট নয়তো বাংলা সংস্কৃতির কোন,
পালনীয় একটি অংশ।
ভালবাসা দিবসের নামে করছে যত নোংরামি আর,
যুব সমাজকে করছে ধ্বংস।
পিঠা পুলি চিনেনা কেও  আর ফাষ্ট ফুডের ভিড়ে।
একাবাব সেকাবাব নেই দই আর চিড়ে।
বাঙালী পোষাক পরেনা কেও জিন্ছ কোট টাই।
লুঙ্গি পান্জাবী হয়েছে আজ পুরানো চুলার ছাই।