পতিক্ষায় বসে আমি বড় ক্লান্ত আজ,
মাঝে মাঝে মনে হয় পতিক্ষার পাহাড় চাপা কষ্ট,
সব আমার বুকের মাঝে বাসা বেধেছে,
পতিক্ষার পতিমূহুর্ত হাজার বছরের শ্রয়।
ক্ষনে ক্ষনে বুকের ভেতর হুংকার দিয়ে ওঠে চাপা কষ্ট,
এক মহুর্ত পতিক্ষা যেন মনে কত কাল কত বছর,
তবুও অপেক্ষার অন্য নাম বাঁচার পেরনা,
পতিক্ষা শেষ হলে আশা শেষ হয়ে যায়।