তোমার ঐ নীল আঁচলে আমি দুঃখ লুকাবো
  তোমার ঐ দুটো স্বস্তির হাত ধরে আমি স্বপ্ন সাজাবো
  তোমায় নিয়ে আমি হাজার বছর বাঁচতে জানি পারবো না
  এক মুহূর্ত হলেও তবুও আমার কাছে, তা এ জীবনের সার্থকতা।


  তোমার হাসিতে আমি বৃষ্টি জড়াবো
  তোমার ঐ দৃষ্টিতে আমি কাব্য লিখবো
  তোমার মৌনতা আমার যখন দৃষ্টি কাড়ে
  আকাশের রোদ্দুর মনে হয় অনলে পোড়ে।
  
  আজ দেখো তাকিয়ে এই আমি, তোমার হাতটি ধরে
  ছায়া হয়ে থেকো পাশে আমায় আপন করে
  আমি কাব্য লিখবো তোমার ঐ চোখে তাকিয়ে
  আমি বৃষ্টি নামাবো তোমার ঐ হাসিতে।  
  
  সন্ধ্যা নেমে এলে তবে আমার ভয় করে
  লাল নীল আলোতে তোমায় খোঁজে ফেরে
  তোমার ঐ নীল আঁচলে আমায় দিয়ো ঠাই
  তোমার কাছে চাওয়া বলতে আজ এটুকুনই চাই।