আমার শেষ চিঠিটির শব্দগুলো
আজ খোঁজে না বাঁচার মানে
কি ই বা হতো আমার ছায়া তোমাদের পাশে থাকলে?
ছায়ার সাথেও যে আজ বিভেদ মানবের সম্পর্কে।    

ভালোবাসার মানে ঢাকা পড়ে রয় আজ ক্ষতির চাদরে
আপন করে নিতেও কষ্ট তোমাদের আমায় সম্পর্কের আদরে
আমার চাওয়া বোধ হয় ছিলো একটু বেশি
আদর ভালোবাসায় তোমাদের সাথে মিশি।

আমার চিঠির অনুভূতিহীন শব্দগুলো যখন তোমাদের চোখে পড়বে
তোমাদের করুনায় হয়তো একটু কাঁদবে
শব্দ গুলো হয়তো পাবে তোমরা আবার একটু এলোমেলো
তবু কষ্ট করে একটু এবার পড়ো।

অনেক আগেই তো মরে গিয়েছিলাম আমি তোমাদের শূন্যতায়
অনেক আগেই তো পৌঁছে গেছিলাম মনের মৃত মৌনতায়
তোমাদের কাছে পৌঁছায় নি আমার শব্দহীন কান্না
আজ তাই আর না , অনেক তো হলো, এবার একটু থাক না।