করলাম এক বন্ধুর সাথে অস্ট্রেলিয়ার যাত্রা
পৌছে দেখি দেশে অনেক বেশি শীতের মাত্রা,
বন্ধুকে বলি দেখ বন্ধু এ কেমন ঠান্ডা শহর
বন্ধু বলে দেশের মানুষের জন্য এটাই সোনার মোহর,
বন্ধুকে বলি চল বন্ধু ঘুরে দেখি শহরের সৌন্দর্য
ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম এতো এক অপরুপ কারুকার্য,
দেশের মানুষ দেখেই বুঝলাম এতো এক পরিশ্রমী জাতি
আর বাঙালীর সামান্য অর্থ আসলেই শুরু করে মাতামাতি,
বন্ধুকে বলি দেখ বন্ধু প্রকৃতির কী খেলা
আশেপাশে আমাদের লক্ষ লক্ষ অচেনা মানুষের মেলা,
মারামারি নেই কাটাকাটি নেই নেই কোনো ভেদাভেদ
কারো ধর্ম আলাদা বর্ণ আলাদা তারপরও তারা এক,
দেশ ভ্রমণের মাধ্যমে লাভ করলাম এই অপরুপ দৃশ্য
এই প্রকৃতি সেই মহান স্রষ্টার দান আর আমরা এই প্রকৃতিরই শিষ্য।