তুমি ছাড়া কবিতাগুলো ঠিক কবিতা নয়,
যেন উপকূলের শেষ সিমান্তে আছড়ে পরা
ঢেউয়ের চূর্ণ-বিচূর্ণ হওয়া অবশিষ্ট জলের কণা!
যার সম্পূর্ণটা শুষে নেয় তৃষ্ণার্ত শুকনো বালি।
ঠিক তেমন শুষে নিয়েছে আমার কবিতাদের
তোমার অভিমানের আবির রাঙা খাতা।