মুসলমানদের জন্য যেন মানবতা শব্দটা
আজ উধাও হয়ে গেছে জাতী সংঘের কাছে!
যেন সব দুয়ার বন্ধ হয়ে গেছে তাদের জন্য!
উড়ে গেছে সব শান্তির পায়রারা।
হে আরশে আজিমের মালিক!
হে মহান রিঝিকদাতা!
হে দোজাহানের প্রতিপালক !
তুমি কী দেখনা মজলুম নারী-শিশুর
হৃদয় নীঙ্গড়ানো বেদনার লোহিত ঝরনা?
তুমি কী শোন না তাদের আকাশ ভাড়ী কান্না ?
যে কান্নায় মিশে আছে শুধু একটু শান্তি পাওয়ার ফরিয়াদ।
তুমি কী দেখনা তারা তোমার দেয়া অক্সিজেনের পরিবর্তে পাচ্ছে
জালিমের বারুদের ধোঁয়া মাখা ভারী বাতাস?
তোমার আরশে আজিমে কী পৌঁছায় না
নিষ্পাপ শিশুর গলা শুকিয়ে যাওয়া বুক ফাটা চিৎকার?
আর কত কার্তুজ বুকে নিবে তারা?
আর কত বাতাস ভারী হবে টিয়ারশেলের ধোঁয়ায়?
আর কত মুসলামানের রক্তে লাল হবে তোমার পবিত্র এ জমিন!