আমি তোমার জীবনের রঙিন চৌকাঠ হয়ে
হাজার বছর থাকতে চাই।
যেখানে তোমার ভিজা চুলের স্নিগ্ধ ঘ্রাণ
আমায় ব্যাকুল করে তুলবে; তৃষ্ণার্ত হরিণের ন্যায়।
আমি নিজেকে সুধরে নেবো তোমার কোমল স্পর্শে,
অথবা তোমার বাঁকা অধরের মোহনিয় সরল হাসিতে।
না হয় থাকবো তোমার বাড়ির পূব আঙীনার
শীতল ছায়া দেয়া ঐ জীর্ণ বটবৃক্ষের মত।
তবুও তোমার জীবন ঘিরে রঙীন চৌকাঠ হয়ে থাকতে চাই।
আমি হয়তো পারবোনা ব্যবিলনের মত তোমার জন্য
তিলে তলে ঝুলন্ত উদ্দান বানাতে,
তবে তুমি চাইলে তার প্রতিটা ইমারত আর ইটে
নিখুত হাতে তোমার নাম লিখে দিয়ে আসবো।
তুমি যদি চাও একটা গহীন অরণ্য বানাবো,
যেখানে ভিজা মাটির গন্ধ ছুটে বেড়াবে মুক্ত বাতাসে,
অজনা ফুল ফুটে থাকবে থোকায় থোকায়,
পল্লবের শাখায় সুচারু কণ্ঠে পাখিরা সুর বুনবে।
নিষ্পাপ শিশুর মত সু-উচ্চু গাছের ডাল-পালা গুলো
হেলে দুলে মৃদু বাতাসে তোমার আঙিনা ভরে তুলবে।
গোধূলী প্রহরে অগনিত জোনাকী বন পরিহরণ করে
তোমার ছোট্ট কুটির আলোকিত করতে ছুটবে।
এ সব আয়োজন শুধু তোমার জন্য গড়া,
শুধু তোমার জীবনের রঙিন চৌকাঠ হয়ে থাকার অভিপ্রায়!