এ বিশ্বসংসারের প্রতিটা অলিগলি
আমি তন্ন-তন্ন করে খুজেঁছি তোমায়।
সহস্র যুগ; লক্ষ বছর; কোটি দিন
খুজেঁছি আমি হৃদয়ে ব্যথা লুকায়।
কোথাকার ঝড়ে বা কোথাকার মরুতে
নিরালায় হারিয়ে গিয়েছ কল্প-মেয়ে।
সমুদ্র-সিন্ধু; দুর্গম গিরিপথ সব খুজেঁ হতাশ,
অবাক - নয়নে সবাই চেয়ে।
শক্তির বৃথাব্যয় ; বেদনার অপচয় সবই আজ
উগ্র উচ্ছ্বাসে বেদনার মস্ত পাহাড়।
ক্লান্ত জীবনঘাট ; আমার কুলে দোলা দিয়ে যায়
রূপালী ঢেউয়ে বেদনা তাহার।
জ্বলন্ত মশাল হাতে ঘন অরণ্য ভেদ করে
ছুটেছি গাঢ় অন্ধকার রজনীতে।
খুজেঁ খুজেঁ সমুদ্র তটে এসে তপন অভিমুখে,
আর ক্লান্তিরা মিসেছে ধমনিতে।
প্রতিনিয়ত দুষিত করে চলছে রক্ত-কণিকাদের
খোঁজার প্রবল ধুসর এক যন্ত্রণা।
সহসা মনে-হল এতো কল্পনা-মেয়া ; তবে
কোথ্থেকে হৃদয়ে এলো এ মন্ত্রণা।
নিজ অজান্তে হেসে ফেলি; সমুদ্র-অরণ্য,
দুর্গম পথ; মরুভুমি খোঁজার বৃথা অভিনয়।
কল্পনা জুড়ে যে থাকে সেতো হারাবার নয়;
হাসিমুখে বরণ সব জীবনের জয়-পরাজয়