অনুভুতির আছড়ে পড়া ঢেউর জল
আর হৃদয়ের নীঙ্গড়ানো সমস্ত নালিশ
ধিরে ধিরে চোখ বেয়ে
জমতে শুরু করেছে মাথার বালিশে।
শেষ বারের মত প্রতিদিনের অন্তে
ভুলে থাকার শপথ করে নিশিথের বালিশের কাছে
হেরে যাই বার বার।
বলতে না পারার ব্যাথারা
হৃদয় অনলে গলে চোখের কোন বেয়
নীরবে চলে যায় বালিশের শুষ্ক বুকে।
চলতে থাকে অনন্ত অবগাহনের অশেষ যাত্রায়,
ভুলতে থাকে বিচ্ছিন্ন ধরিত্রীর
প্রবল মায়া আর সত্যদের।
অলিখিত সংবিধান বারন করে প্রকাশ্যে অশ্রু ঝড়াতে,
বারন করে অগনিত আঘাতে ভেঙে না পরতে।
বসন্তের নব ফুলের আশায়
শীতের পাতার মত ঝড়ে যায় হৃদয় গহীনের সুখেরা।
নব ফুল ফোঁটার পূর্বেই ডালারা
জিমিয়ে ঝুঁকে পরে মাটির বুকে,
যেন নিষ্প্রান এক করুণ ময়ুর।
হৃদয়ের অভিযোগ গুলো অভিমান হয়ে মহাকালের যাত্রায় ছুটে।