নিতান্তই আমাদের কি কোন প্রার্থনা বা উপকার
নিরেট প্রিয় কোন বস্তু
বা প্রিয় মানুষের মুখোমুখি করে?
নাকি জীবনের প্রয়োজনে
এগুলো ভুল হয়ে আশ্রয় নেয়?
হতে পারে প্রার্থনা নিখুঁত,
অন্তহীন শুদ্ধতায় উপচে পরা পানির মত স্বচ্ছ।
তবুও কি মনের গহীনের ক্লান্তিরা দূর হয়
প্রিয়তমাকে পাওয়ার নিখাদ প্রবল আশায়?
হতে পারে মনের গভীর কেউ নির্ণয় করেছে,
অথবা কেউ আমার মনের
সকল বাঁত্ত জেনেছে অনেক আগেই।
কিন্তু মনের অতল গহীনে লুকিয়ে রাখা অভিমান
সাহসকে দুমড়ে মুচড়ে শুধু প্রার্থনায় রুপান্তর করেছে।