হাজার স্মৃতির মাঝে শুধু
তোমার স্মৃতি কথা কয়।
আবেগের খড় তাপে তোমার
ছোঁয়ার উষ্ণ হাওয়া বয়।


শিমুল তলার সেই রক্তজবা;
মোর অপেক্ষার কথা জানে।
কাচাঁ মিঠে সেই লাজুক ভালোবাসা
অকপটে প্রকৃতিও মানে।


অশ্বত্থ গাছও সাক্ষী মোদের
কাচাঁ মিঠে উষ্ণ ভালোবাসার।
ঘোলা নদের জলও গেয়ে শোনায়
দুজনের ; খুব কাছে আসার।


জ্যোৎস্নার আলোতে সিক্ত হয়েছে
নিষ্পাপ দুটি মন।
প্রকৃতি তাই ছিনিয়ে নিয়েছে
স্নিগ্ধ শুভ্র ক্ষন।


না ফেরার দেশে জমিয়েছে পাড়ি
অতীতের ধুসর স্মৃতি।
কুয়াশাতে তাই পরেছে ঢাকা ;
এ হরিৎ হৃদয়ের রীতি।


মোর কল্পনার রঙ্গিন ক্যানভাসে
মুক্ত তুিলতে তোমার জল ছবি।
তোমার উষ্ণতায় উষ্ণ হারিয়েছে
গগন পাড়ের তপ্ত রবি।


ভরসার উজ্জল হাত রাখত কাঁধে দুজনের ;
রূপালী চন্দ্র কিরণ।
এলো কেশ তোমার উড়াত কাঁধে,
সন্ধ্যার দখিনা সমিরণ।


অনুভব জুরে আজো তোমার সেই
উষ্ণাবেগ ঘন নিশ্বাস ভাসে।
রক্ত শীতল স্নায়ুতন্ত্র তোমার
ওষ্ঠ ছোঁয়ার উত্তেজনায় হাসে।


নয়ন সম্মুখ হতে তুমি রাত-রঙ্গীন
স্বপ্নদের নিয়েছ সহসা তুলে।
মম-অবহেলায় তুমি স্নিগ্ধ গাঙচিল
হয়ে গিয়েছ আমায় ভুলে।