বেদনার নিল সিংহাসন বসে
কেটে গেছে অনেক নিলাভ প্রহর।
অশান্ত হৃদয় প্রবল হাহাকার
নিয়ে ছুটে চলে তেপান্তর।
তোমার অঙ্গের উষ্ণ অভাবে যাচ্ছে
হারিয়ে সেই স্নিগ্ধ প্রনয়।
হৃদয় অরণ্যের প্রহর ঠায় দাড়িয়ে
তবু ঝটিতি বইছে সময়।
অগ্নি স্ফুলিঙ্গের দাহনে মম-হিয়া
করেছ তুমি অগ্নি চাপা ছাই।
পিছুটান সব ঝেড়ে ফেলে  স্নিগ্ধ
গাঙ্গচিল হয়ে গগনে উড়ে যাই।
শ্রীঘরে বন্দি রেখেছ আমার, কভু
দাওনি যেতে তোমার মন -বারান্দায়।
অশ্রু সিক্ত নয়নে শুধু চেয়ে তোমার
পথে;কষ্ট-বীণা হয়ে নিরালায়।
মরুতে সবুজ ফলানো সহজ তবু তোমার
মন-আঙ্গিনায় কভু নয়।
খুব মায়াবী গোলাপ তবু ঘ্রান নেয়া
বারণ হারিয়ে যাবার ভয়।
অনাদরে অভিমান নিয়ে উপবেশন
করায়েছ বেদনার নিল সিংহাসনে ।
তোমার ছলনার গর্জনে বাধ ভাঙ্গা
জোয়ার নামে অশ্রু প্রসবণে।
কত রজীন অজানায় কেটে গেল
বেদনার নিল সিংহাসনে বসে!
কত প্রহর বেদনায় ডুবে ছিল;
পরেছে আবার সুখগুলো ধ্বসে।
বেদনায় নিল সিংহাসন তব আজ
ধরাধামে করে নিয়েছি আপন।
কষ্টের তরু হচ্ছে বড় তিলে তিলে
যা করেছিলে তুমি বপণ।
সুখের গান গুলো পাল্টেছে সুর,
তারা দুখের বীণায় সমাগত।
হৃদয় কাননে বেদনার সদা তাড়া;
থামছেনা কভু চলছে ক্রমাগত।
বেদনার কিরন এতই উষ্ণ
করেছে কৃষ্ণ মম শুভ্র চিত্ত।
হয়েছে নয়ন মরুভুমি আমার,
আর হৃদয় হয়েছে শূন্য বৃত্ত।