রাজপথ আজ রঞ্জিত দেশপ্রেমিক কিছু যুবকের রক্তে।
জ্বলছে কিছু কথিত গণ-মঞ্চ ঈর্ষার প্রবল অনল তপ্তে।
শান্তির পায়রা গুলি উড়ছে গগন পারে স্বাধীনতার জন্য।
রাজপথে খুন ঢেলে শান্তি-ভিখারীরা করছে নিজেকে ধন্য।
স্লোগান ওদের 'খুন ঝড়ে যাক তবু শান্তি নামুক এই বাংলায়।
হায়েনারা স্বাধীনতার ঘাড়ে বসিয়ে দাত রক্ত পান করেই যায়।
থাবা হানে নীল শকুনেরা করতে শোষণ এ স্বাধীন জাতি।
ভুলিনি মনে আছে আজো সেই ৭১-এর ভয়াল রাতি।
নব্য জালে বেধে চাষ করতে চায় মোদের হালের শকুনেরা।
চায়না কাটুক বাংলায় শকুনের নখের আচর স্নিগ্ধ ফাগুনেরা।
সবাই তাকিয়ে সমুখে সে কোন নেতা মোদের করবে পরিত্রান।
আসবেনা কেউ হয়ে মুক্তির সোপান ;
তোমাকেইই হাল ধরে ছড়াতে হবে ঘ্রাণ।
শহীদের রক্তের ঋণ যেওনা ভুলে ; দিওনা পা কারো মায়া জালে।
থাকতে সময় হও সচেতন, নয়তো স্বাধীনতা ভাসবে গঙ্গা জলে!
মোরা স্বাধীন তবু পরাধীনতার নষ্ট জালের ডান্ডা বেরিতে আবদ্ধ।
শুকিয়ে গিয়াছে নেত্র জল আর উচ্ছ্বাস লোপে হৃদয় স্তব্ধ।
স্তব্ধ হৃদয় সতেজ কর ললাটে শহীদের পুণ্য রক্ত মেখা।
শমশের তুলে নীল শকুনের বিরুদ্ধে ;স্বজাতীর অতীত দেখে।
কাটাতে হবে অশুভ ;নীল শকুনের বিদায়ী ঘন্টা বাজিয়ে।
ললাটে লিখন শান্তিকে স্বাগত জানাবো বরণ ডালা সাজিয়ে।