একুশে ফেব্রুয়ারি!
তুমি কৃষ্ণ চূড়ার রক্তিম ভাষা,
তুমি আমার মায়ের মুখের ভাষা,
তুমি আধাঁরে লুকানো হাজার মানুষের ভাষা।


তোমার জন্য জীবন দিলো
বরকত জাব্বার রফিক,
বুলেট বারুদের সামনে দাড়ালো
মহাবীর সালাম সফিক।


একুশে ফেব্রুয়ারি!
তোমাকে খুজেঁ মানুষ একুশে বই মেলায়,
নানান রঙ্গে সাজিয়ে যেন
তোমাকেই স্বাগত জানায়।


রাজনন্দিনীর বেশে তুমি
এখনো আছো হৃদয়ের কোনে,
পুষ্পে তোমায় সালাম জানাই
শহীদ রাঙ্গা খুনে।


একুশে ফেব্রুয়ারি!
তুমি ভাই হারা বোনের নয়নাভিরাম সুখ,
অঙ্গ তাহার রক্তিম সাজে;
পুষ্পে দিয়ে মিনারে ঘুচায় সীমাহীন দুখ।


তুমি বরাঙ্গনা হরিণীর টানাটানা চোখ,
তুমি মেঘের আড়ালে লুকানো চাদেঁর মুখ,
তুমি নও শুধু ভাষার ফেব্রুয়ারি মাস,
তুমি বছর জুড়ে শিশির ভেজা ঘাস।


একুশে ফেব্রুয়ারি!
তুমি লাখো মানুষের প্রভাতের ফেরি,
তুমি মায়ের অপেক্ষার প্রহর
তুমি তাজা খুন ঝড়া শহীদের. সাড়ি।


তুমি অবুজ শিশুর উচ্চারীত
অস্পষ্ট বাংলা বর্ণমালা,
তুমি বয়ে এনেছ রক্ত নদীতে
বাংলা ভাষায় বরণ ডালা।


একুশে ফেব্রুয়ারি!
তুমি করেছ উচুঁ  আমাদের
নত হয়ে যাওয়া শির,
তাই তোমায় ফুলেল বরণে
এ প্রভাতে লাখো মানুষের ভির।