আমি প্রতিটা রাতের অন্ত টেনে শুনতে চাই তোমার ঘুম জড়ানো কণ্ঠ।
আমি ব্যাকুল হয়ে সে কণ্ঠ শুনতে চাই,
আমি বারবার সে কণ্ঠ শুনতে চাই।


সকালের স্নিগ্ধ পবিত্রতার চেয়ে পবিত্র তোমার ঘুম জড়ানো শুভ্র চুলসমেত মুখ।
আমি সে চুল আঙ্গুলের ছোঁয়ায় সরাতে চাই,
আমি সে স্নিগ্ধ শুভ্র মুখাবয় বারবার দেখতে চাই।


গোলাপ ন্যায় হালকা লালাভ কোমল ঠোঁট দেখেছি তোমার ; যখন সূর্যালো জড়িয়েছে তোমায়।
আমি সেই পবিত্র ঠোঁট ছুঁতে চাই,
থরথর কাপানো ঠোঁট আমি আবার দেখতে চাই।


ঐক্যহীন সমাজের ন্যায়-অন্যায়ের ব্যাবধান গুড়িয়ে দিয়ে তোমার পাশে এসে দাড়াতে চাই।
আমি তোমার দুঃখ ভাগ করে নিতে চাই,
আমি তোমার উচ্ছ্বাসের চির চেনা কারণ হতে চাই।


আমি সবুজ ঘাসের উপর নেচে চলা তোমার রূপার পায়েল পরা জ্যোৎস্না ধোয়া পা দেখতে চাই!
আমি আধাঁরে শত জোনাক জ্বেলে তা দেখতে চাই,
আমি বারবার আলো-আঁধারে তা দেখতে চাই.।


তোমার ডান পার্শ্বে স্কন্ধরের কালো তিলটা নয়নাভিরাম রূপ ঢেলে দিয়েছে তোমায় অকপটে।
আমি তোমার সেই তিল আলতো ছুঁয়ে দেখতে চাই,
আমি বারবার সেই মায়া জড়ানো কালো তিল দেখতে চাই।


তোমার পাখির নীড়ের ন্যায় শান্ত কাজল কালো মায়া চোখ ; আমার নির্জন প্রহরের প্রসন্নতা।
আমি ও-চোখে অন্ততকাল চেয়ে থাকতে চাই,
আমি বারবার ও-চোখের মায়ায় পরতে চাই।


শাড়ির রঙে মিলানো তোমার হাত চুরির মৃদু শব্দ আমার হৃদয় দোলানো পিয়ানোর সুর।
আমি সে হাত চুরির শব্দ-সুর শুনেতে চাই,
আমি বারবার সেই শব্দ শুনতে চাই।