সংক্ষিপ্তাকারে সমাধা টানবে জীবন
যদিও অনন্ত যুগাপরযুগ বেচে রবে তুমি।
মরিচা ধরা হৃদয়ে হয়তো
তোমার জন্য জায়গাটা খুব ছোট,
তাই আজও সাহস হলো না
তোমায় ভালোবাসি বলতে।
হারানোর ভয়তো তাড়া করেই ফিরে প্রতিদিন,
ভীত হয়ে পরেছে তারা তোমার ভয়ে।
জীবনে ভুলের বর্ণনায়
যতবার "হ্যাঁ" শব্দের রং বদলেছি,
এখন তার চেয়ে দ্বিগুণ
"না" শব্দের প্রয়োগ করতে হবে।
ভালো থাকুক ভালো মানুষটা,
জানতে তো পারলাম ভালো আছো,
প্রবল ইচ্ছাদের অনেক আগেই বিসর্জন দিয়ে
সরিয়ে নিয়েছি আত্ম-চাহিদাকে।
শুধু তোমার ভালোর কথা ভেবে।
বুঝতো অবুঝেরও বশে আসে
বুঝের প্রবল ঝড়ের কবলে পরে।
কিন্তু তুমি বুঝেও অবুঝ!
মাঝে মাঝে "ভালো আছিস?" জানার অপেক্ষায়
ভালো থাকারাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
'ভালো আছিস?' জানতে চাওয়া বাক্যের গভীর অর্থে
বারবার নিস্তব্ধ ভালোবাসাকেই খুঁজে পাই।
হয়তো তোমার ভালো লাগার পুষ্পবনে মুল্যহীন আমি,
তবুও মন গহীনে অনিঃশেষ নিস্তব্ধ
ভালোবাসা হয়ে বেঁচে থাক অমরণ।
শুধু হেরে যায় কাছের মানুষের অবহেলার কাছে।
হয়তো তাই নিস্তব্ধ প্রণয়টা অর্ধহীন বাস্তবতায়
গদ্যের সংলাপ লিখতে নির্জনে
প্রচন্ড নির্বাক হয়ে ব্যস্ত অনির্বাণ।
তবুও ভালো থাকুক
নিস্তব্ধ ভালো লাগার ভালোবাসারা।
কলের পুতুলের মত আমার নেই
কোন গভীর অভিমান।
সুপ্ত ভালোবাসাটা ভালো থাক
আমার এ অভিপ্রায়ই শেষ সম্বল।
নির্বাক ভালোবাসা গুলো সীমাবদ্ধ থাক
'ভালো আছিস?' জানতে চাওয়ার
ভালো লাগার অনুভুতিতে।
প্রণয়গুলো মিশে যাক রংধনুর আবিরে
অথবা হামহাম জলপ্রপাত সুচনার শেষ প্রান্তে।
তবুও নিস্তব্ধ ভালোবাসার ভালো জানতে
চাওয়ার অনুভুতিগুলো ভালো থাক,
সাথে পবিত্র সীমাহীন ভালোবাসাটাও,
শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রান মেখে বেঁচে থাক
অনন্ত অনন্দে চিরকাল ।