আকাশের কোলাহল থেমে গেছে সেই কবে
রংধনুর উদ্বৃত্ত খুন হওয়া আবেশে।
তারাদের ছায়াপথ চলে গেছে ভুল পথে
বারুদের ধোঁয়াতে নাম জড়া সুবাসে।
ভিড়েছে এই বিদ্ধস্ত নগরী
শেওলা ঢাকা দেয়াল জুড়ে।
প্রেমিকার মত নিস্তব্ধ
প্রহরে অনলে আঁকা হৃদয় পুড়ে।
ভিজে আছে চোখ ভুল স্মারকের
সহসা ফোটা বিষাদের ফুল বিয়োগে।
ভুলে ওঠা প্রেম শ্বেত মোহনার
আক্ষেপে চাঁপা বিরহের ভুল আবেগে।
খুনে রাঙা চিঠিরা পোস্ট হয়েছে ডাকে,
বারুদের গন্ধে শ্বেত পায়রার ঝাঁকে।
হারানো কবিতা ফের পেয়েছে খুঁজে
অযত্নে পরে থাকা কবিদের আভাস।
নিভৃতে ভুলেছে মন বিরহের স্বাদ,
ভুলে থাক আরক্ত উষ্ণ নিশ্বাস।


প্রেমিকার অক্ষত প্রণয়ের আঁটসাঁট কাব্যে,
নির্ভুল সমাধান যাযাবর ছোটছোট বাক্যে।
লেগে আছে নিষ্ঠুর ঠুনকো হাসি
রংচটা মানবতার মলিন দেয়ালে,
বাজে তবু চঞ্চল দ্রোহের বাঁশি
ভুল ফোটা প্রণয়ের ভীষণ খেয়ালে।
প্রেমিকার প্রেম তবু বেঁচে থাকে দুর্বল হৃদয়ে,
নিখুঁতের খুঁত কবে ধরবে স্বচ্ছ নয়নে।
কোলাহল বুকে চেপে আমি ক্লান্ত মুসাফির,
ভুলেছি ধুসর দিগন্তে মাখা রক্ত  আবির।
নাগরিক চিঠিরা সব পৌঁছে গেছে
তোমার জং ধরা পুরনো দরজায়,
অদ্ভুত আঁধারে সব থমকে গেছে
জ্বলেছে ক্ষিণ আলো তোমার ভরসায়।
উল্লাসে ছোটে আবেগের ঘোরে স্বার্থের পিছুটান,
হিংস্রতা বুকে প্রেমিকার ঠোঁটে হারায় বর্তমান।
তবু মুক্তির স্লোগানে তোমার শুভ্র হাসিতে আমার অগাধ বিশ্বাস,
গন্তব্যের গানে জনতা ফিরে পাবে আবার সত্যের আভাস।