আমি ডেকে যাই অবিরাম তোমায়
প্রভাকরন রশ্মির ন্যায় হাত বাড়িয়ে।
তুমি সুলোচনে নিস্তব্ধ ঘুমের শহরে,
তবু তোমার অপেক্ষায় আমি দাড়িয়ে।
আমি পৃথ্বিধর হয়ে যুগযুগ ধরে
তোমার জন্য হয়ে অপেক্ষমান,
আশার সুখের বীণায় সুর তুলি
অথচ মম-কন্ঠে তুলি বেদনার গান।
সমুদ্র গেয়ে শুনাল প্রবাহমান নদীর
সমুদ্রে মিলনের আনন্দ কাব্য।
আর তুমি হৃদয়ের ঘন অরণ্য কেটে
তোমার অতীত ভুলে হয়েছ সভ্য।
কথার পিঠে কথা বুনে
তোমার জন্য গড়েছি প্রণয়ের কাব্য গ্রন্থ,
তুমি সভ্য হয়ে;
হৃদয়ের আলো নিভিয়ে
রেখে গেছ করে আমায় অন্ধ।
ঠেলে দিয়েছ আমায়
তোমার ছলনার অতল গুহায়
তুমি সভ্য হয়েছ বলে।
আলোকিত প্রহর দিশেহারা হয়ে,
কৃষ্ণ চাদরে ঢাকছে নিজেকে
তোমার প্রবল ছলে।
আমি ছায়াপথের ক্ষুদ্র গ্রহ ন্যায়
ভেসে বেড়াই একা কুলহীন অজানায়।
সভ্য হৃদয়ের বিচিত্র সভ্যতা বুঝিনি,
তাই আমি কি আজ এই অবহেলায়?