আমারো গাইতে ইচ্ছে করে তোমাদের মতন
     তাই ভরে নিয়ে এসেছি মন,
     শত আয়োজন, তোমাদেরই মাঝে।
আমারো গাইতে ইচ্ছে করে।


গাইতে চাই গান
যানি না শুনবে কি তোমরা
কেমন লাগবে, নাচবে কি প্রান ভ্রমরা
আমার গান যে তোমাদের মত নয়,
শত অভিমান বেদনার কথা কয়
তীব্র প্রেমের হাসি অশ্রূ মাখা,
কন্ঠে আমার আবেগের ছবি আঁকা।
        যানি না বুঝবে কি মোর গান
কত ভাবনায় আসে যে জড়তা।


    কি করে বোঝাই
    কি করে শোনাই
হায়, শংসয়ে মরি, যানি না কি যে করি
কিভাবে সুর দেই, কিভাবে প্রান ভরি
মনে আমার প্রবল অনুভূতি,
      তবু ভাষার অভাব বোধ করি
ভাষা হীন যে অনুভূতি আমার
      ভাষায় কি করে প্রকাশ করি!


তুমি যেদিন পাশে ছিলে
     কত সুর কত গান
কত অনুভূতি খেলে ছিলো হৃদয়ে।
আমি শুধু অবাক হয়ে অনুভব করি
তোমার চোখের ইশারায় হৃদয়ে আমার  
     সাগরের জল আছড়ে পরতো।
আমি তা শুনতে পেতাম,
তার যে সুমিষ্ট ধ্বনি, কি ছন্দ
তা ভাষায় কি ভাবে প্রকাশ করি!


তাই এ বড় ব্যাথার বিষয়
     আমার হলো না গান করা;
আমি শুধু দেখে গেলাম
আর শুনে গেলাম আপনাদের গান;
ইশ্বর আপনাদের প্রতীভা দিয়েছেন
     সুর দিয়েছেন, আর আমায়
দিয়েছেন ভাষা হীন আবেগ অনুভূতি।
তাই আর গান বাধা হল না,
      যেদিন বাধা হবে; গাইবো
      সবাই কে অপেক্ষায় রেখে গেলাম।


                                      ২৩ মার্চ ২০১৬
                                      ময়মনসিংহ