কেও যদি না বোঝে তোমায়,
    আমি তোমায় বুঝবো;
কেও যদি না খুঁজে তোমায়,
     আমি তোমায় খুঁজবো।
কেও যদি না শোনে কথা,
       তাই যদি হৃদয়ে জাগে ব্যাথা,
তোমায় শান্তি দিয়ে - তোমার ব্যাথায় আমি
            জলে উঠবো আগ্নির মত।


জগৎ কত নিঠুর তুমি বোঝো না
     কেও বোঝে না তোমায়, তুমি জানো না
কারো কথায় যদি পরান কেঁদে ওঠে
     কেও যদি কাছে না ডাকে,
আমি তোমায় কাছে ডাকবো।


পথ চলতে যদি বাধা এসে যায়,
কাহারো সহায়; পেতে যদি মন চায় ,
     চেয়ে দেখো, আমারেই তুমি পাশে পাবে
আধার ক্ষনে, আলো হাতে দেখা যাবে,
       আধারে যদি ডাকো।


কষ্ট যদি, মনে মেঘ হয়ে আসে,
মনের অভিমান, যদি আঁখির জলে ভাসে
     রবি হয়ে আলো দিয়ে যাবো।
মরনের পরেও তোমায় দেখে যাবো।
তোমায় কত ভালবাসি তুমি যানো না।
      কত ভাবে চেয়েছি তোমায়,
      তুমি বোঝো না।
বলে দিলাম আজ মনের কথা
আরেক টি কথা বলি,
       মরনের পরেও আমি তোমায়
       এভাবেই চেয়ে যাবো।
  


                            ১৭ মার্চ, ২০১৫
                            দুপুর ১২ টা ৫৬ মি
                            ময়মনসিংহ