এই পৃথিবী আমার নয়
তাই চাই না দিতে পরিচয়,
নিজেকে গোপন করে
সকলের অকাতরে হতে চাই একাকার।


চাইনা কেহ চিনুক আমায়
না জানুক মোর ঠিকানা,
আমি এ মাটির নই
নেই কোনো মোর দোটানা।


নিয়ম কানুন যত সমাজের
নিঠুর বিধান, জীবন ক্ষয়
নই আমি এ মাটির ছেলে
জিবন টা কে করবো জয়।


মানবো না'কো কারো নিয়ম,
এটাই আমার পরিচয়;
আমি হতে চাই সারা বিশ্বের,
সকল বিধির চির বিষ্ময়।


আমি মানবো না কোনো বাধা
খুঁজতে আমার রাঁধা;
বাজাবো বেনুকা মধুরার সুরে
যবে উঠিবে চন্দ্র আঁধা।


আমি পেতে চাই না ভয়
দেখে কারো ভয়ার্ত দৃষ্টি,
ভয়ের মাঝেই পরম যতনে,
করিবো আমি প্রেমের সৃষ্টি


আমি প্রেমিক, ছাত্র নই
ছাত্র হবার আগে সবাই,
এসো মোরা প্রেমিক হই।



                                        ২০ ডিসেম্বর, ২০১৫
                                         রাত্রি ৯ টা ১০ মি.
                                         ময়মনসিংহ