সূর্য গেল ডুবে,
দিনের আলো মাখা হল না।
চন্দ্র গেল চলে,
পূর্ণিমার আভা পাওয়া হল না।
কেন মোর এ নিদ্রা বল গো
কেন মোর এত ক্লান্তি!
কোন তপস্যার অপেক্ষায় আজ
চলে গেল সুখ শান্তি!


পাখিরা ডাকছে গাছে,
ফুটছে ফুল কাননে
অপরূপ রূপ প্রকৃতি ধরেছে
সাজিয়েছে শত আননে।
   তবু কেন মোর ভাঙছে না ঘুম!
   চোখ থেকে সরছে না পর্দা!
   শুধু দাড়িয়ে দেখে যাই নিরবে নিশ্চিন্তে
   সুখ আহ্লাদে যা ছিল গড়া
   যাচ্ছে ভেসে ভাঙনে।


ওহে মন,
উড়ে যাওয়া পাখি গুলোর দিকে
কেন চেয়ে থাকো?
   তোমার কি আছে ডানা
   উড়ে যাবার মত!
তোমার কি আছে এত বড় নীল আকাশ?
    যেখানে রঙীন স্বপ্ন ওড়ে
    শুভ্র মেঘের মত।
তুমি বসে আছো কার অপেক্ষায়
   আসবে না কেহ মনের মতন।
   মরবে শেষে তৃষ্ণায়,
তোমার কি আছে সে ঐশ্বর্য,
আকাশের চাঁদ কে মাটির বুকে ডাকো!
সে আসবে না কভু তোমার ইশারায়
করবে পরিহাস, পরবে তুমি ছলনায়


সময় শেষ হল,
জিবনের হিসাব পাওয়া গেল না।
যা ছিল প্রিয় অতীত হল,
বর্তমানে কিছু রইল না
যা ছিল ঘৃনার আপন হয়েছে
      পর হয়েছে প্রিয়তম্।
ভালবাসার মানুষ থাকবে দূরে
  এই কি জিবনের নিয়ম।