খেয়াল খুশির এই দুনিয়ায়
কে আসে ভাই কে চলে যায়
রাখে'না কেউ খবর,
সবাই সবার স্বার্থ  খুঁজে
লেনদেন সবই নিচ্ছে বুঝে
সত্যকে দেয় কবর।


হিংস্রতা সব নিচ্ছে পুষে
ধনী;  নিচু'র  রক্ত  চুষে
আস্ত নরদানব,
ন্যায়ের কায়ায় আগুন জ্বালায়
প্রতিবাদ সব দৌড়ে  পালায়
চিতায় ভবের শব।


আজকে দেখি ন্যায়ের খাতায়
অসত্যের  ঐ  নিয়ম  মাতায়
ছুটি দিগ্বিদিক,
এসব  যদি  চলতে  থাকে
অলি,গলি, পথের বাঁকে
জগত নষ্ট ঠিক।


বছর শতেক এসব করে
জগত  যদি  চলে  পরে
অভাগা'রে ওরে!
কেমন হবে  শেষ পরিণাম
ভাবছি আমি তাই অবিরাম
ভাবের অন্তঃপুরে।