পোটন, জোটন আসছে মনে এই যে ছোট্ট কালে?
বিল ঝিলেতে সাতার কেটে  হত কি সব হালে।
মাঝে মধ্যে নাক চুবানি,  ডুবে যেতাম  জলে,
আসতি তোরা রক্ষা করতে হাসতি কত  ছলে।


নাও দিয়ে তো আমরা তবে ঘুরতে যেতাম বিলে,
শাপলা, পদ্ম নিতাম তুলে আমরা সবাই  মিলে।
শাপলা দিয়ে মালা গাঁথতাম গলায় দিতাম পড়ে,
খেতাম কত শালুক, সিন্ধুক  পেটটা পুরো  ভরে।  
বিকেল হলে ছুটে যেতাম আবার বিলের তটে,
গাছগাছালির উপর বসে গল্প করতে  বটে।
জল ঝরাতাম হাতটা দিয়ে একে  অপর ওরে,
এইসব কথা আজো আমার অনেক মনে পড়ে।


এখন কেন এসব কাজে মাততে  পারি  না'রে,
ছোঁয়াছোয়ির মজার খেলায় ধরতে কা'রে পারে।
ডুব দিয়ে তো মাছের সাথে কথা বলার  দিনে,
বলবি আমায়?এসব কাণ্ড কে নিয়েছিস কিনে।