দূর আকাশে উড়ে বেড়ায় দেখ না কত চিলে,
পাখায় পাখায় শব্দ করে  উর্ধ্বাকাশে  মিলে।
অবাক লাগে ওরা যখন উড়তে  থাকে নভেঃ
ওরা  তখন দেখলে ভূমি কেমন  করে  সবে।
তখন তারা নামতে নিচে  চেষ্টা  করে  চলে?
অনেক উড়ে মেঘ ছোঁয়ে নেয়,হাসির কথা বলে?
বিশাল বাড়ি, প্রাসাদ গুলো কেমনতর দেখে?
মানুষ বুঝি আকাশ থেকে পিঁপড়া হতে  শেখে।
তখন বুঝি মজার ছলে  চিল দলে'রা  বলে,
'দেখলে মানুষ মোদের থেকে ছোট্ট কত হলে।'
ভাগ্য চিলের কতই ভারি দুটোই ডানা আছে,
ডানা দুটোয় ভর দিয়ে তো ছুটে নীলের কাছে।
বক্ষে বুঝি চিল দলেদের লাগে মজার  বায়ু,
এ বায়ু'তেই শান্তি পেয়ে  হয়ত বাড়ে   আয়ু।
কি সেই তাদের যাদুর পাখা উড়তে পারে তারা,
ভরসা রেখে আকাশ পানে ফেলে ভীষণ সাড়া।
দূর আকাশে শুনছি ওরা "চিহি" ডাকের  সুরে,
ইচ্ছেমতো মনের সুখে নীল আকাশে   উড়ে।
আনন্দতে দিন কাটিয়ে  চিল'রা আসে  ভীড়ে,
সকাল হলে আবার তারা আকাশ পারে ফিরে।