আমি তো আগের মতোই খারাপ,
তুমি তো বরাবরই ভালো ।
আমার চাঁদ আলো হারিয়েছে,
তাই তোমাকে ডাক পাঠালো ।


চোখের মধ্যে শঙ্খচিল আর তুমি,
নিখোঁজ হলে ফিরিয়ে এনো আমায় ।
তোমার রাজ্যে অতিথি হয়ে আমি,
কাঁদাবো হয়তো আবার আমি তোমায় ।


এইতো কদিন আগেই হল
নক্ষত্র আদান প্রদান ।
সবকিছু জেনেও,,
আমি আজ চুপ ।


আমার হিসেব ভুলে ভরা,
দিন কাটছে গোঁজামিলে ।
তোমার আধুনিক ক্যালকুলেটরে,
তুমি পা ফেলো সাবধানে ।